৮ মার্চ, ২০২৪ ১৫:০৭

লিসবনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

পর্তুগাল প্রতিনিধি

লিসবনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

পর্তুগালের রাজধানী লিসবনে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চের কালজয়ী ভাষণের স্মরণে ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে দূতাবাসের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দূতবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার সকালে চ্যান্সারি প্রাঙ্গণে রাষ্ট্রদূত রেজিনা আহমেদ দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করেন।

বিকালে আলোচনা সভার শুরুতে রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়।

পরে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে দিবসটি উপলক্ষে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

আলোচনা সভা শেষে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় বিশেষ দোয়া করা হয়।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর