৮ মার্চ, ২০২৪ ১৬:০৬

কানাডায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

কানাডা প্রতিনিধি

কানাডায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

কানাডার ক্যালগেরির উৎসব সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে আলবার্টা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চের ওপর এক আলোচনা সভা। সেইসঙ্গে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ওপর ভিডিও চিত্র প্রদর্শনী হয়েছে।

দুই দেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ একাত্তরের সকল শহীদ ও প্রয়াত সকল মুক্তিযোদ্ধার স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য তুলে ধরা হয়। এছাড়া বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস মহান ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সবকিছুই ফুটে উঠেছে অনুষ্ঠানের শুরুতে। 

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও এ বি এম কলেজের প্রেসিডেন্ট ডক্টর বাতেন, আলবার্টা আওয়ামী লীগের সভাপতি মো. কাদির, সাধারণ সম্পাদক এন্থনি জ্যাকব, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল্লা রফিক, কমিউনিটি ব্যক্তিত্ব মাহফুজুল হক মিনু, মাহবুবুল হক খোকন, কলামিস্ট উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান, রাসেল রুপক, শুভ্র দাস শুভ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবীর খন্দকার, ফাহিম করিম জয়, আব্দুস সালাম, রোজিনা মিনাসহ আরো অনেকে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর