১১ মার্চ, ২০২৪ ১৩:৩৯

কানাডায় রোজা শুরু

লায়লা সেরনিয়াবাত, কানাডা প্রতিনিধি

কানাডায় রোজা শুরু

বছর ঘুরে আবারও ফিরে এসেছে পবিত্র মাহে রমজান। উত্তর আমেরিকার দেশ কানাডায় স্থানীয় সময় রবিবার রাতে প্রথম তারাবিহ নামাজ হয়েছে। সোমবার থেকে রোজা শুরু হয়েছে। 

যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার দেশগুলো মূলত জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে রমজান ও ঈদের তারিখ ঘোষণা করা হয়ে থাকে। জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, রবিবার পবিত্র রমজান মাসের চাঁদ উঠেছে।

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে কানাডার ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদে বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হন। তারা তারাবিহ নামাজ আদায় করেন। এ সময় যুদ্ধ বন্ধসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।।

আকরাম জুম্মা মসজিদের সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ তারাবিহ নামাজ শেষে মুসলিম উম্মাহর উদ্দেশ্য পবিত্র রমজান মাসের ফজিলত সম্পর্কে আলোকপাত করেন এবং রমজান মাসকে যথাযথভাবে পালন করার আহ্বান জানান।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর