২৫ মার্চ, ২০২৪ ১৭:৩৩

মালয়েশিয়ায় জাতীয় গণহত্যা দিবস পালিত

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ায় জাতীয় গণহত্যা দিবস পালিত

২৫ মার্চের বর্বরোচিত গণহত্যাকে স্মরণ করে সোমবার মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় গণহত্যা দিবস।

এদিনে পাকিস্তান সামরিক জান্তার কুখ্যাত অভিযান ‘অপারেশন সার্চলাইট’ এ নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন, মোমবাতি প্রজ্বালন, প্রামাণ্য চিত্র প্রদশর্ন ও সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া করা করা হয়।

এ সময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বাণী পাঠ করে শোনান কনস্যুলার জিএম রাসেল রানা এবং পাসপোর্ট ভিসা উইং কাউন্সেলর মিয়া মোঃ কেয়ামউদ্দিন।

হাইকমিশনার মোঃ শামীম আহসানের সভাপতিত্বে ফাস্ট সেক্রেটারি রেহেনা পারভিনের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর