২৭ মার্চ, ২০২৪ ১৬:০২

ইসলামাবাদে গণহত্যা দিবস পালিত

অনলাইন ডেস্ক

ইসলামাবাদে গণহত্যা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে গণহত্যা দিবস পালন করেছে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন। 

দিবসটি উপলক্ষে সোমবার (২৫ মার্চ) রাতে দূতালয় প্রাঙ্গণে কর্মকর্তা ও কর্মচারীগণ কর্তৃক কালো ব্যাজ ধারণ, কোরআন তেলাওয়াত, বাণী পাঠ, আলোচনা সভা, দোয়া, এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন, মোমবাতি প্রজ্জ্বলন, ব্ল্যাক আউট ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। ২৫ মার্চ কালরাতে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। 

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। আলোচকবৃন্দ বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে ‘অপারেশন সার্চলাইট’ নামে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নির্মম গণহত্যার চিত্র তুলে ধরেন।

হাইকমিশনার তার সমাপনী বক্তৃতায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ৩০ লাখ শহীদ, নির্যাতিতা দুই লক্ষাধিক মা-বোন ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কৌশলি পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে শহীদদের রুহের মাগফিরাত এবং বাংলাদেশের সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর