৩ এপ্রিল, ২০২৪ ২২:২২
ঐক্যবদ্ধ বাংলাদেশ এসোসিয়েশন গঠন করার দাবি

ফ্রান্সের বৃহৎ সামাজিক সংগঠন বিসিএফ'র ইফতার মাহফিল

ফ্রান্স প্রতিনিধি

ফ্রান্সের বৃহৎ সামাজিক সংগঠন বিসিএফ'র ইফতার মাহফিল

ফ্রান্সে বৃহৎ একটি বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠলেও একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ এসোসিয়েশন গড়ে উঠেনি। দল মত নির্বিশেষে ফ্রান্সে একটি একক  বাংলাদেশ এসোসিয়েশন গড়ে তোলার দাবি জানিয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দ। বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)-এর ইফতার মাহফিল ও আলোচনা সভায় এ দাবি তুলে ধরেন ফ্রান্সের  সামাজিক, সাংস্কৃতিক সাংবাদিক,সংগঠনের নেতারা। 

প্যারিসের গার দুলিস্ট এলাকার স্থানীয় একটি রেস্টুরেন্টে ফ্রান্সের অন্যতম জনপ্রিয় বৃহৎ সামাজিক সংগঠন বিসিএফ এর আয়োজনে এই ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি এমডি নূরের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুলের সঞ্চালনায় ইফতার পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন প্যারিসের বিশিষ্ট ব্যবসায়ী ইপিবিএ'র ফ্রান্সের সভাপতি ফারুক খান, শাহ গ্রুপের চেয়ারম্যান আত্তার আলী সুমন, বৃহত্তর কুমিল্লা জনকল্যান সমিতির সভাপতি শাহিন আরমান চৌধুরী,বাংলা অটো ইকোলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান, বিডি মুবেইল'র চেয়ারম্যান মিয়া মাসুদ, বিডি বস'র সত্ত্বাধিকারী আইয়ুব হাসান, আইসা সভাপতি ওবায়দুল্লাহ কয়েস, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি আব্দুল মান্নান আজাদ, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, ঘাতক দালাল নির্মূল কমিটি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক অপু আলম, প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি শাহ সুহেল আহমেদ, ফ্রান্স টুয়েন্টি ফোর এর সাংবাদিক আরিফ উল্লাহ, সময় টিভির ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবু, ডিবিসি টিভির ফ্রান্স প্রতিনিধি ইকবাল মাহমুদ জাফর, ফ্রান্স বিএনপির কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, ইপিএস ফ্রান্সের সভাপতি এলান খান, কুমিল্লা মহানগর এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি হাসান মাহমুদ দুলাল, অনলাইন এক্টিভিস্ট আরিফ খান রানা রাজ, বিসিএফ'র সহ-সভাপতি মোজাম্মেল হোসেন, ফ্রান্স দর্পণ'র বার্তা সম্পাদক নজমুল কবির প্রমুখ।

জহিরুল রানার পরিচালনায় অনুষ্ঠানে ভিন্নধারার ইসলামিক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে আমন্ত্রিত অতিথিগণ পুরষ্কার বিতরণ করেন।

আরও উপস্থিত ছিলেন মাইটিভি ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, প্রতিদিনের বাংলাদেশ ফ্রান্স প্রতিনিধি শাবুল আহমেদ, দৈনিক মানবজমিন ফ্রান্স প্রতিনিধি এম সি রুমেল, ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি তাজ উদ্দিন, সাংবাদিক কামরুজ্জামান, ফ্রান্স বিডি টুয়েন্টিফোর এর সাইফুল ইসলাম, ফ্রান্স বাংলা এইড সার্ভিসের পরিচালক আজিমুল হক খান, সাপোর্ট এন্ড সলিউশন এর রানা আহমেদ, এইড পয়েন্টের পরিচালক ফয়ছল মাহমুদ প্রমুখ ।

বক্তারা বলেন, ফ্রান্সে একটি বৃহৎ বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠেছে। কিন্তু দুঃখের বিষয় তিন দশকেও ফ্রান্সে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ এসোসিয়েশন গড়ে উঠেনি। নেতিবাচক মনমানসিকতার কিছু মানুষ সমাজে বিভাজন সৃষ্টি করার কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।  বক্তারা তাদেরকে সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিহত করে একটি সুন্দর সার্বজনীন ঐক্যবদ্ধ বাংলাদেশ এসোসিয়েশন গড়ে তোলার আহ্বান জানান। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর