৮ এপ্রিল, ২০২৪ ১৩:১৯

কাতারে জমে উঠেছে ঈদের কেনাকাটা

কাতার প্রতিনিধি

কাতারে জমে উঠেছে ঈদের কেনাকাটা

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে কাতারের বড় বড় ইমারত ও শপিংমলগুলো রঙিন আলোতে আলোকিত হচ্ছে। ঈদ উদযাপনের প্রস্তুতি নিতে মার্কেটগুলো জমে উঠেছে ঈদের কেনাকাটায়। 

দেশটির শিল্পনগরী সানাইয়া প্লাজা মলে "টেক এন্ড প্রে" বাংলাদেশী মালিকানাধীন বিপণি-বিতানগুলো প্রবাসীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। রঙ-বেরঙের বাংলাদেশি পাঞ্জাবিতে সয়লাব এসব মার্কেটে।

শুধু তাই নয়, প্রতিযোগিতার বাজারে বিভিন্ন শপিংমলে ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের পাঞ্জাবির সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে বাংলাদেশি পাঞ্জাবি। বিশেষ করে কটন পাঞ্জাবির পাশাপাশি শার্ট, প্যান্ট, পায়জামা, গেঞ্জি, টি-শার্ট ও জুতা, পারফিউম বিক্রি হচ্ছে বেশি।

আবার অনেকেই দেশে যাওয়ার পূর্ব প্রস্তুতি হিসেবেপরিবার-পরিজনের জন্য ঈদের কেনাকাটা শেরে নিচ্ছেন। প্রবাসী বাংলাদেশি ছাড়াও স্থানীয়রাও এসব দোকান থেকে পছন্দের পোশাক কিনছেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর