৩০ এপ্রিল, ২০২৪ ১০:২৭

যুক্তরাষ্ট্র বিএনপির ঈদ পুনর্মিলনী

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্র বিএনপির ঈদ পুনর্মিলনী

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলনে আন্তর্জাতিক জনমত আরও জোরদার করার স্বার্থেই যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দরকার। 

২৮ এপ্রিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী উৎসবে এমন তথ্য উপস্থাপন করেন নেতৃবৃন্দ। এতে যুবদল, মুক্তিযোদ্ধা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও ছিলেন।

সভাপতিত্ব করেন সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূঁইয়া এবং সঞ্চালনায় ছিলেন যৌথভাবে বিএনপি নেতা গিয়াস উদ্দিন ও মোশারফ হোসেন সবুজ। 

প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন এবং গেস্ট অব অনর ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ। 

বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বাবরউদ্দিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট আজহারুল হক মিলন, আবুল হাসেম বুলবুল, সাবেক যুগ্ম সম্পাদক কাজী আজম, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, সাবেক মহিলা সম্পাদক সৈয়দা মাহমুদা শিরিন, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন। 

আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা দলের মো. সুরুজ্জামান, খন্দকার ফরহাদ, সেলিম মোহাম্মদ, মশিউর রহমান, মাওলানা কাজী মোজাম্মেল হক, সৈয়দ আকিকুল ইসলাম ফারোখ, এমরান শাহ রন, সৈয়দা মাহমুদা শিরিন, এজিএম জাহাংগীর হোসাইন, এবাদ চৌধুরী, আজিজুল বারী তিতাস, রিয়াজ মাহমুদ, আমিনুল ইসলাম স্বপন, মৃধা জসিম, শাহাদৎ হোসেইন রাজু, বাদল মির্জা, মনিরুল ইসলাম মনির, এডভোকেট রেজুয়ানা রাজ্জাক সেতু, মাজহারুল ইসলাম জনি প্রমুখ। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর