১২ জুন, ২০২৪ ১১:৩৩

ভিয়েনায় শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত

আনিসুল হক, ভিয়েনা

ভিয়েনায় শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভিয়েনার হেলবেগটাসে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল। প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মোহাম্মদ আলী, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রুহি দাস সাহা, গাজী মোহাম্মদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবুর হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম কাঞ্চন মোল্লা এবং বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।

সভায় প্রধান অতিথি এম নজরুল ইসলাম বলেন, শেখ হাসিনার মুক্তির দাবিতে দেশের মানুষের পাশাপাশি প্রবাসেও আমরা আন্দোলন করেছি। গণমানুষের আন্দোলনের মুখে ২০০৮ সালের ১১ জুন অপশক্তি তাকে মুক্তি দিতে বাধ্য হয়। তার মুক্তিতে সেদিন যেন মুক্তি পেয়েছিল গণতন্ত্র। ১১ জুন তাই গণতন্ত্রের মুক্তির দিন।

সভাপতির বক্তব্যে খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, ২০০৭ সালের ১৬ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারারুদ্ধ করার মধ্য দিয়ে মূলত গণতন্ত্রকে কারারুদ্ধ করা হয়েছিল। শেখ হাসিনার মুক্তির মধ্যে দিয়ে সেদিন গণতন্ত্র মুক্তিপায়।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন প্রার্থনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর