১৮ জুন, ২০২৪ ১৭:১৫

সিডনিতে ঈদুল আজহা উদযাপিত

অস্ট্রেলিয়া প্রতিনিধি

সিডনিতে ঈদুল আজহা উদযাপিত

সিডনিতে ঈদুল আজহা উদযাপিত

যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসব আনন্দের মধ্য দিয়ে ১৬, ১৭ ও ১৮ জুন তিন দিন অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি মুসলিম কমিউনিটি তাদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করেন।

দেশটির ইমাম কাউন্সিলের ঘোষণা অনুযায়ী গত রবিবার (১৬ জুন) মুসলিমরা ঈদ উদযাপন করেছে। অন্য মুসলিম কমিউনিটি সৌদি আরবের এক দিন পরে গত সোমবার ১৭ জুন ঈদ উদযাপন করে। দেশটির চাঁদ দেখা কমিটি মুনসাইটিং অস্ট্রেলিয়ার ঘোষণা অনুযায়ী মঙ্গলবার ১৮ জুনও ঈদ উদযাপিত হয়।

ঈদ উপলক্ষে সিডনিতে বাংলাদেশিদের ব্যবস্থাপনায় মসজিদ, ইসলামিক সেন্টার, কনভেনশন হল ও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দলমত-নির্বিশেষে বাংলাদেশি ছাড়াও স্থানীয় ও বিভিন্ন দেশের মুসলমানরা ঈদের জামায়াতে অংশগ্রহণ করেন।

দেশে পরিবারের মাধ্যমে অনেকেই কোরবানি সম্পন্ন করেন। তাছাড়া অনেকে সিডনিতে শহর থেকে দূরে নির্দিষ্ট ফার্মে গিয়ে কোরবানি করেছেন। বাংলাদেশির প্রবাসীরা বুচারি শপে (হালাল মাংসের দোকান) কোরবানির ব্যবস্থা করেন।

মুসলিম উম্মাহর এই আনন্দঘন দিন উপলক্ষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর