২১ জুন, ২০২৪ ১৫:৪৬

কানাডার ক্যালগেরিতে বরেণ্য সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

লায়লা নুসরাত, কানাডা প্রতিনিধি

কানাডার ক্যালগেরিতে বরেণ্য সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

কানাডার ক্যালগেরিতে পৌঁছেছেন ভারতের পদ্মশ্রী পদকপ্রাপ্ত উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বিমানবন্দরে তাকে ট্রাস্টি, বিশ্বসাহিত্য কেন্দ্রের ইফতেখারুল ইসলাম, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রফেসর ইসলাম সুফিয়া রানি, ক্যালগেরির ‘আমরা সবাই’ সংগঠনের সভাপতি রুপক দত্তসহ সংগঠনের অন্যরা ফুলেল শুভেচ্ছা জানান।

তিনি ক্যালগেরির কানাডার স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এসটি ডেভিড ইউনাইটেড চার্জে একক সংগীতসন্ধ্যায় অংশ নিবেন। একক সংগীতসন্ধ্যায় বরেণ্য শিল্পীকে ক্যালগেরির ‘আমরা সবাই’  সংগঠনও সংবর্ধনা দেবে।

আমরা সবাই সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি ক্যালগেরিতে এসেছেন। তিনি তার শ্রুতি মধুর সুরের মূর্ছনায় মাতিয়ে রাখবেন ক্যালগেরির সংগীত প্রিয় দর্শকদের।

উল্লেখ্য, ভারতের সর্বোচ্চ চতুর্থ রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী পদক পাওয়ার পর এটি তার প্রথম কানাডা সফর। এর পূর্বেও তিনি কানাডার ক্যালগেরিতে এসেছেন। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর