২৫ জুন, ২০২৪ ১৫:৪৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় অস্ট্রেলিয়া বিএনপি দোয়া মাহফিল

নাইম আবদুল্লাহ, সিডনি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় অস্ট্রেলিয়া বিএনপি দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার মাহফিল সোমবার সিডনির লাকেম্বাস্থ সিনিয়র সিটিজেন লাইব্রেরি হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত এবং জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন মাওলানা ফেরদৌস আহম্মেদ।

বিএনপি অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক ভূইয়া, সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, সিনিয়র সদস্য ড. হুমায়ের চৌধুরী রানা, সাবেক সহ সভাপতি রুহুল আহম্মেদ সওদাগর, বিএনপি নেতা প্রকৌশলী সোহেল ইকবাল মাহমুদ, এডভোকেট নাসির উল্লাহ, এডভোকেট রুহুল আমিন, ড. আব্দুল ওহাব বকুল, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল হাছান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি তারেক উল ইসলাম, ইঞ্জিনিয়ার হাবিব রহমান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম খালেদ, ফরিদ মিয়া, জাসাসের সাবেক সভাপতি আব্দুস সামাদ শিবলু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন উজ্জ্বল, খাইরুল কবির পিন্টু, প্রকৌশলী মিনহাজ আহম্মেদ, মো. কুদ্দুসুর রহমান, লিন্টাস পেরেরা, সর্দার মামুন, অসিত গোমেজ, এডভোকেট মমিন আহম্মেদ, সোহেল পালমা, এলভিস কস্তা, মাহবুল হক দুলাল, এলবার্ট রোজারিও, আল মামুন, আব্দুল কাদির, শরিফুল ইসলাম প্রমুখ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর