৫ জুলাই, ২০২৪ ০২:২২

ব্রিটেনে ভোটের আলোচনায় বেঙ্গল ক্যাট!

যুক্তরাজ্য প্রতিনিধি

ব্রিটেনে ভোটের আলোচনায় বেঙ্গল ক্যাট!

ব্রিটেনের নির্বাচনের শেষ মুহূর্তে এসে বেঙ্গল ক্যাট ললা আলোচনায়। বিবিসিতে বেঙ্গল ক্যাট ললার ছবি দিয়ে সংবাদ প্রকাশ করে বলা হয়েছে, সাউথ ইয়র্কশায়ারের বার্নস্লে এলাকার ১২ বছরের ললা তার মালিক সাইমন গঞ্জালেসের পেছনে পেছনে হেঁটে চলে আসে স্থানীয় ভোট কেন্দ্রে।

সাইমন বলেন, তিনি আশ্চর্য হয়ে গেছেন, তার পেছনে পেছনে তার পোষা বিড়াল আসতে দেখে। ইলেকশন পোল সেন্টারের একজন ক্লার্ক বিষয়টি দেখে বেশ মজা পান। তিনি সাইমন ভোট দেওয়ার সময় পর্যন্ত বিড়ালটিকে ধরে রাখেন। বেঙ্গল ক্যাট অ্যাডভেঞ্চার প্রিয়, ইলেকশনের দিনে সেটাই প্রমাণ করলো।

সারাদিনই বিবিসিতে পশু নিয়ে নানা স্টোরি করা হয়েছে। এ বছরের নির্বাচনে ভোট কেন্দ্রের ভেতরে কুকুর বা বিড়াল সাথে নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। তবে যারা কুকুর ছাড়া চলতে পারেন না, তাদের শুধুমাত্র কুকুর নেওয়ার অনুমতি ছিল।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর