৫ জুলাই, ২০২৪ ১০:৩৩

অঞ্চলভিত্তিক কমিটির সম্ভাবনা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের

গণভবনে শেখ হাসিনার সাথে নেতৃবৃন্দ

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র:

অঞ্চলভিত্তিক কমিটির সম্ভাবনা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের

এবারই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নয়া কমিটি হবে বলে নেতা-কর্মীগণের সাথে কুশল বিনিময়কালে উল্লেখ করেছেন দলীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তবে তা অঞ্চলভিত্তিক হতে পারে। পূর্ব এবং পশ্চিম কিংবা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এভাবেও হতে পারে। 

৪ জুলাই ঢাকায় গণভবনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের নুরল মোমেন, তৌহিদুল ইসলাম এবং আমিনুল ইসলাম ও ডেমক্র্যাট নাসিম আলী। 

উল্লেখ্য, দু’সপ্তাহের ব্যবধানে এটি হচ্ছে এম ফজলুর রহমানের গণভবনে নেতৃর সাথে সাক্ষাতের দ্বিতীয় ঘটনা। আরো উল্লেখ্য, তিন বছরের জন্যে গঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্তমান কমিটির বয়স এক দশক পেরিয়ে গেছে অনেক আগে। তাই দীর্ঘদিন থেকেই নয়া কমিটির দাবি রয়েছে। বৃহস্পতিবার দুপুরে এম ফজলুর রহমান ঢাকা থেকে বাংলাদেশ প্রতিদিনকে জানান, নেতা-কর্মীগণের প্রত্যাশার ব্যাপারে সবকিছুই জানেন বঙ্গবন্ধু কন্যা। সে আলোকেই এবার জাতিসংঘ সম্মেলনে যোগদানকালে নয়া কমিটি গঠিত হবে বলে আশা করছি। পুরো যুক্তরাষ্ট্রের জন্যে একটি কমিটি না-ও হতে পারে। ধারণা করা হচ্ছে, ক্যালিফোর্নিয়া অঞ্চল এবং ওয়াশিংটন ডিসিসহ নিউইয়র্ক অঞ্চলের স্টেটগুলোর সমন্বয়ে দুটি অথবা ৪টি শাখা কমিটি হতে পারে। 
ফজলুর রহমান আরো জানান, সকলকে দেশ-বিরোধী অপতৎপরতা যুক্তির আলোকে রুখে দেয়ার আহবান জানিয়েছেন। গত দেড় দশকে বাংলাদেশের বদলে যাবার প্রকৃত চিত্রই মহলবিশেষের গাত্রদাহের কারণ। বাংলাদেশের উন্নয়নে বিশ্বাসী নয় এমন একটি মহল লাগাতার অপপ্রচারণায় লিপ্ত রয়েছে কংগ্রেস, জাতিসংঘসহ বিভিন্ন দফতরে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর