১ অক্টোবর, ২০২৪ ১৩:০১

পোল্যান্ড ও ভারতে আন্তর্জাতিক কবিতা উৎসবে যাবেন কবি হাসানআল আব্দুল্লাহ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি:

পোল্যান্ড ও ভারতে আন্তর্জাতিক কবিতা উৎসবে যাবেন কবি হাসানআল আব্দুল্লাহ

আসছে নভেম্বরে পোল্যান্ড ও ভারতে দু’টি আন্তর্জাতিক কবিতা উৎসবে যোগ দেবেন নিউইয়র্কে বসবাসরত কবি হাসানআল আব্দুল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে পোল্যান্ডের ভ্রসলভ শহরে পোলিশ রাইটার্স ইউনিয়ন আয়োজিত আন্তর্জাতিক কবিতা উৎসব। 

উৎসবের সভাপতি কবি কাজিমেয়ারেজ বুরনাথের আমন্ত্রণে চতুর্থবারের মতো কবি হাসানআল আব্দুল্লাহ এই অনুষ্ঠানে যোগ দেবেন। এবছর কবির স্ত্রী, কবি ও গল্পকার নাজনীন সীমনকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। 

অন্যদিকে নভেম্বরের শেষ সপ্তাহে ভারতের উড়িষ্যায় অনুষ্ঠিত কবিতা উৎসবে দ্বিতীয়বারের মতো আমন্ত্রিত হয়েছেন হাসানআল আব্দুল্লাহ। এ আমন্ত্রণ জানিয়েছেন আন্তর্জাতিক কবিতা উৎসব কমিটির পক্ষে উড়িষ্যার কবি মানু দাশ। 

দু’টি অনুষ্ঠানেই বিভিন্ন দেশের কবিদের সাথে মতবিনিময়, কবিতা বিষয়ক সেমিনার, কবিতাপাঠ, ও স্থানীয় কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে কাব্যালাপের আয়োজন করা হয়েছে। আমন্ত্রিত কবিদের কবিতা নিয়ে এন্থোলজি প্রকাশ পাচ্ছে দুই দেশ থেকেই। তাছাড়া উড়িষ্যা থেকে একই সময়ে কবির ‘স্বতন্ত্র সনেট’ গ্রন্থের একটি ইংরেজি সংস্করণ প্রকাশ পাবে। 
উল্লেখ্য, কবি হাসানআল আব্দুল্লাহ ইতিপূর্বে এই দুই দেশ ছাড়াও চীন, গ্রীস, মরক্কো, কেনিয়া, মেক্সিকোয় অনুষ্ঠিত কবিতা উৎসবে যোগ দিয়েছেন। তাঁর কবিতা অনূদিত হয়েছে পনোরোটি ভাষায়। প্রকাশ পেয়েছে নানা দেশের সাহিত্য পত্রিকা ও সংকলনে। হোমার মেডেল, ক্লেমেন্স জেনেস্কি, ও ন্যাম আন্তর্জাতিক কবিতা পুরস্কার পেয়েছেন তিনি। সাহিত্যের বিভিন্ন শাখায় প্রকাশ পেয়েছে তাঁর পঞ্চাশের অধিক গ্রন্থ। তিনি ‘শব্দগুচ্ছ’ কবিতা পত্রিকা সম্পাদক। ২০০১ সাল থেকে প্রবর্তন করেছেন ‘শব্দগুচ্ছ কবিতা পুরস্কার।‘ তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও কেনিয়ার কিসি বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগে তিনি ‘শব্দগুচ্ছ মেধাবৃত্তি’ চালু করেছেন।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর