বাংলাদেশ দূতাবাস, রোমে যথাযোগ্য মর্যাদায় ৭ অক্টোবর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে, দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার বাণীসমূহ পাঠ করা হয়। অতঃপর
জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল বিষয়গুলোর উপর একটি দুই মিনিটের ভিডিও
উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা দিবসের তাৎপর্য পর্যালোচনা করে অনুষ্ঠিত আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। তারা আলোচনায় একটি সুখী ও সমৃদ্ধ ভবিষ্যত বিনির্মাণে শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ ও তাদের অধিকার নিশ্চিতকরণের গুরুত্ব তুলে ধরেন।
বিডি প্রতিদিন/এএ