অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাংলাদেশিদের বৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ অস্ট্রেলিয়া এসোসিয়েশন ক্যানবেরা (বিএএসি) এর আয়োজনে গত ১৩ এপ্রিল (রবিবার) ক্যানবেরা ইসলামিক সেন্টারে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ১১ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত এ মেলায় অনেক বাংলাদেশির সমাগম ঘটে। মেলায় দিনব্যাপী নানা আয়োজনের অংশ হিসেবে নাচ-গান ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন সবাই। মেলায় মূল আকর্ষণ ছিল বাঙালির ঐতিহ্যবাহী খাবারের স্টল। এছাড়া মেলা প্রাঙ্গণে দেশীয় পণ্যের বিভিন্ন স্টলেরও সমাগমও ঘটে।
মেলায় ক্যানবেরার মাল্টিকালচারাল মিনিস্টার মাইকেল পেটারস এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দীন উপস্থিত থেকে সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
বিএএসি’র সভাপতি ডা. সৈয়দ আবুল হাসান মেলায় উপস্থিত সকলকে এই মেলা সফল করার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি সংগঠনের সকল সদস্যদের নিরলস পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান।
বিডি প্রতিদিন//জামশেদ