আনন্দ-উল্লাসে ও নানা আয়োজনের মধ্য দিয়ে কম্বোডিয়ায় পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। এবার পহেলা বৈশাখ বঙ্গাব্দের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ ১৪৩২ অনুষ্ঠানে বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি এবং অসাম্প্রদায়িক ও সর্বজনীন চেতনাকে তুলে ধরা হয়েছে।
কম্বোডিয়াতে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটি শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় বাংলাদেশি গ্রিল এবং চিল রেস্টুরেন্ট নমপেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কম্বোডিয়ায় বসবাসরত এবং বিভিন্ন পেশায় নিয়জিত বাংলাদেশি প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন৷ ছোটদের নাচ, গান, চিত্রাঙ্কন এবং বড়দের গান কবিতা ও চেয়ার খেলার মাধ্যমে প্রবাসীরা উদযাপন করেন পহেলা বৈশাখের আয়োজন ৷
পুরস্কার বিতরণী এবং বাঙালির ঐতিহ্য পান্তা-ইলিশ ও হরেক রকমের ভর্তার মাধ্যমে শেষ হয় নৈশভোজ। ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশি কমিউনিটির সিনিয়র মেম্বার মো. হুমায়ুন কবির।
বিডি প্রতিদিন/নাজিম