অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মিলডোরার ৬ বার্ক্সগেট ক্লোজ এ স্থানীয় বাংলাদেশি কমিউনিটি বাংলা বর্ষকে আনুষ্ঠানিকভাবে বরণ করেছে। রবিবার (২০ এপ্রিল) দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই বাংলা বর্ষ বরণের উৎসবে নানা আয়োজনের অংশ হিসেবে ছিল নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনা।
গান পরিবেশন করেন রুম্মান, মৌ, অনির্বাণ, ঈথিকা, সুবহানা আরিফ ও মান্নান। নাচে অংশ নেয় ছোট্ট সোনামনি স্নেহা, এথেনা ও হ্যাপি। যুগল নাচে অংশ নেন জুটি সোহেল ও ছবি, রাজিব ও অনিসা, সুমন ও লীরা, মুসা ও পিয়া, জনি ও শিপা, ইমরান ও সুমি, রুম্মান ও তন্নী, মান্নান ও সামসুন, সাইফ ও স্বপ্না, সানি ও আফসানা, অনির্বাণ ও মৌ, আরিফ ও শুক্লা।
দেশীয় সংস্কৃতির রঙে রঙিন হয়ে ওঠে পুরো আয়োজনটি। খাবারের মধ্যে ঐতিহ্যবাহী পান্তা ইলিশের সাথে ছিল নানা রকমের ভর্তা, সবজি, মিস্টি ও পিঠা পুলি। বিকেলে চা নাস্তা পরিবেশিত হয়।
প্রবাসের জীবনযাত্রার ধরন ভিন্ন। অনুষ্ঠানের ব্যাপ্তি ভিন্ন। এখানে বর্ষবরণের আমেজ ভিন্ন তবে এত কিছুর পরও দেশে থেকে অনেক দূরে দেশের মতো করেই বাংলা বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করা হয়। আয়োজকদের পক্ষে রুম্মন চৌধুরী জানান, এই পাশ্চাত্য সংস্কৃতিতে বেড়ে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যথেষ্ট উৎসাহ নিয়ে এই বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের মতো করেই উপভোগ করে, তখন গর্বে মনটা ভরে যায়। আর তখনই প্রবাসে বর্ষবরণের সার্থকতা শতভাগ পূর্ণ হয়।
বিডি প্রতিদিন/হিমেল