বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করে নিতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত হচ্ছে বর্ণিল বৈশাখী মেলা।
আগামী ২৬ এপ্রিল কুয়ালালামপুর ও সেলাঙ্গর চাইনিজ অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এই উৎসব। আয়োজনে বাংলাদেশি এক্সপ্যাটস ইন মালয়েশিয়া (বিডিএক্সপ্যাটস)।
বৈশাখী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ শামীম আহসান।
উৎসবে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সমবেত হবেন। পোশাক-আশাক, সাজসজ্জা, ভোজন-আড্ডা এবং সাংস্কৃতিক আয়োজনে দিনটি পরিণত হবে এক খাঁটি বাঙালিয়ানার মিলনমেলায়। বাংলা সংস্কৃতির চিরন্তন ঐতিহ্যকে ধারণ করে বৈশাখী মেলাটি শুরু হবে সকাল ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।
আয়োজকদের প্রত্যাশা, বিগত বছরের মতো এবারও দলে দলে মেলায় অংশ নেবেন প্রবাসীরা। ধারণা করা হচ্ছে, প্রায় ৩ হাজার বাঙালি এই মেলায় সমবেত হবেন।
বিডি প্রতিদিন/নাজমুল