২৮ ডিসেম্বর, ২০১৯ ১৩:১৮

ক্লিন ইমেজ দেখে মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক

ক্লিন ইমেজ দেখে মনোনয়ন

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ক্লিন ইমেজ ও জনপ্রিয়তা দেখে দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমরা সিদ্ধান্ত  নিয়েছি, বিতর্কিত কর্মকান্ডের জন্য যারা সমালোচিত হয়েছেন, এমন কাউকে মনোনয়ন দেব না। জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য আজ সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হবে। সেখানেই দুই সিটির মেয়র ও ১৭২ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হবে। সর্বাত্মকভাবে নেত্রীর ইচ্ছা ক্লিন ইমেজের প্রার্থীদের মনোনয়ন দেওয়া। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও জানান, বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নয়জন এবং কাউন্সিলর পদে ৪৭৩ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দক্ষিণে মেয়র পদে সাতজন এবং কাউন্সিলর পদে ৩৩৬ জন মনোনয়ন ফরম নিয়েছেন। এছাড়া গতকাল উত্তরের কাউন্সিলর পদে ৭০ জন এবং দক্ষিণে ৭২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের নতুন কমিটিতে নারী-পুরুষ মিলিয়ে ১৫ জন নতুন মুখ স্থান পেয়েছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তৃণমূলের যারা কমিটিতে এসেছেন তারাও একসময় ছাত্ররাজনীতি করেছেন। নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। বাকি ৭ জনের নাম শিগগিরই ঘোষণা করা হবে। ২৫ ভাগ নারী নেত্রী রাখা হবে এ কমিটিতে। তিনি বলেন, নতুন সদস্যরা আজ সকাল ৯টায় দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। এছাড়া ৩ জানুয়ারি টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিল হবে। সেখানেই শেখ হাসিনার সভাপতিত্বে নতুন কমিটির প্রথম বৈঠক হবে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর