২৮ ডিসেম্বর, ২০১৯ ১৪:১৯

দুই সিটির নির্বাচন, বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে ইভিএম

অনলাইন ডেস্ক

দুই সিটির নির্বাচন, বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে ইভিএম

ফাইল ছবি

আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যবহারের জন্য কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। আজ শনিবার রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এসব ইভিএম যাচ্ছে নির্বাচন কমিশন থেকে। 

জানা গেছে, পরীক্ষামূলক ভোটের জন্য ব্যবহার ছাড়াও ভোটের দিন এসব ইভিএম ব্যবহার করা হবে। 

ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম সাংবাদিকদের জানান, পরীক্ষামূলক ব্যবহারের জন্য উত্তরের জন্য ৮টি ভেন্যু বা কেন্দ্রে ইভিএম রাখা হবে। দক্ষিণের জন্য ১১টি ভেন্যুতে ইভিএম রাখা হবে। আজকেই গাড়িযোগে ইভিএম চলে যাচ্ছে। ভোট গ্রহণের আগে থেকে প্রত্যেকটি কেন্দ্রে আমরা ভোটারদের দেখাবো কিভাবে ভোট দিতে হয়।

উল্লেখ্য, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর মঙ্গলবার। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর