শিরোনাম
২ জানুয়ারি, ২০২০ ১০:১৩

জাপার মেয়র প্রার্থী কামরুলের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক

জাপার মেয়র প্রার্থী কামরুলের মনোনয়নপত্র বাতিল

কামরুল ইসলাম

ঢাকা সিটি করপোরেশনের ভোটার না হওয়ায় জাতীয় পার্টির উত্তরের মেয়র প্রার্থী কামরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র যাছাইবাছাই শেষে এ তথ্য জানানো হয়।

রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম জানান, জাতীয় পার্টির মেয়র প্রার্থী কামরুল ইসলাম ঢাকা সিটির ভোটার নন। তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঢাকা উত্তর সিটিতে মোট ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম, বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালসহ বাকি ছয়জনের মনোনয়ন বৈধ।

উল্লেখ্য, গত রবিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন জাতীয় পার্টি থেকে মনোনয়ন পান।

দুই সিটি করপোরেশনের ভোট গ্রহণের জন্য ৩০ জানুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এবার সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর