৫ জানুয়ারি, ২০২০ ২১:২৪

ইভিএম নিঃশব্দে ভোট ডাকাতির যন্ত্র : ফখরুল

অনলাইন ডেস্ক

ইভিএম নিঃশব্দে ভোট ডাকাতির যন্ত্র : ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

ইলেকট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) নিঃশব্দে ভোট ডাকাতির যন্ত্র হিসেবে আখ্যায়িত করে এ ব্যবস্থা থেকে সরে আসার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ইতোমধ্যেই সমগ্র বিশ্বের নির্বাচনী প্রক্রিয়ায় অস্বচ্ছতার কারণে বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ হিসেবে অভিযুক্ত হয়ে অনেক গণতান্ত্রিক দেশে যে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রত্যাখ্যাত হয়েছে, নুরুল হুদা কমিশন আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সেই ইভিএম ব্যবহারের একতরফা সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আগে সকল রাজনৈতিক দলের সঙ্গে যে ধরনের সংলাপ, পরামর্শ, নিবিড় যোগাযোগ আবশ্যক তার কিছুই করেনি নির্বাচন কমিশন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর