৮ জানুয়ারি, ২০২০ ১৬:২৫

প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের ফলাফল নির্ধারণ করা হবে: ইশরাক

অনলাইন ডেস্ক

প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের ফলাফল নির্ধারণ করা হবে: ইশরাক

বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, প্রশাসনকে ব্যবহার করে সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল নির্ধারণ করা হবে। নির্বাচনের পরিবেশ যে দিকে যাচ্ছে তাতে বোঝাই যায় সম্পূর্ণভাবে প্রশাসনকে ব্যবহার করে এই ভোটের ফলাফল নির্ধারণ করা হবে। 

তিনি বলেন, আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়ে গেছে। কারণ আমাদের প্রতিদ্বন্দ্বীরা ভীত। তারা এতোটাই ভীত যে প্রশাসনকে সম্পূর্ণভাবে ব্যবহার করার জন্য দিক-নির্দেশনা দিয়েছেন বলে জানতে পেরেছি।

বুধবার দুপুর ১টার দিকে মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন।

ইশরাক হোসেন বলেন, আমরা শেষ নিশ্বাস পর্যন্ত লড়ে যাব। প্রয়োজনে আবারও রক্ত দেব, তবুও মাঠ ছেড়ে যাব না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সবকিছু মোকাবেলা করবো। যতই অপশক্তি আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হোক কোনো লাভ হবে না।

এসময় উত্তর সিটি কর্পোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না একটা সুষ্ঠু নির্বাচন হবে। আমরা সবকিছু জেনেশুনেই নির্বাচনে অংশগ্রহণ করছি। যতই প্রতিকূলতা আসুক না কেন, সব বাধা অতিক্রম করে ভোটারদের ভোটাধিকার রক্ষা করতে পারি এটাই আমাদের লক্ষ্য।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর