১০ জানুয়ারি, ২০২০ ১০:২৮

উত্তরের মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক

উত্তরের মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ শুক্রবার তাদের প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। এখন মেয়র প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারণা শুরু করতে পারবেন। মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। 

এসময় রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, নির্বাচনের যে আচরণবিধি রয়েছে তা প্রার্থীদের শতভাগ পালন করতে হবে। ভোট একটা উৎসব। এ উৎসবকে কোনোভাবেই সংঘর্ষে রূপ নিতে দেয়া হবে না।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সিপিবি প্রার্থী

প্রতীক বরাদ্দের সময়ে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপি প্রার্থী তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন না। তবে অন্য মেয়র প্রার্থীরা উপস্থিত ছিলেন। আতিকুলের পক্ষে নৌকা প্রতীক বরাদ্দ নিয়েছেন তার এক সমর্থক। তাবিথ আউয়ালের পক্ষে ধানের শীষ প্রতীক বরাদ্দ নিয়েছেন তার প্রতিনিধি। পিডিবির শাহীন খান পেয়েছেন বাঘ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেখ ফজলে বারী মাসউদ পেয়েছেন হাতপাখা, সিপিবির আহম্মেদ সাজেদুল হক রুবেল কাস্তে, এনপিপির আনিসুর রহমান দেওয়ান পেয়েছেন আম প্রতীক।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর