১২ জানুয়ারি, ২০২০ ১৭:৫৯

ইভিএম ব্যবহারের উদ্দেশ্যই হলো ভোট চুরি, দাবি রিজভীর

অনলাইন ডেস্ক

ইভিএম ব্যবহারের উদ্দেশ্যই হলো ভোট চুরি, দাবি রিজভীর

মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ (ফাইল ছবি)

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দাবি করেছেন, ইভিএম ব্যবহারের উদ্দেশ্যই হলো ভোট চুরি। সিটি নির্বাচনেও সেই নীল নকশা আঁকছে সরকার। 

রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

রিজভী বলেন, ভোটা জালিয়াতি করতে দূর থেকেই ইভিএমকে ম্যানিপুলেট করা যায়। অতিরিক্ত ইভিএম প্রস্তুত রাখার মূল উদ্দেশ্য ভোটের আগেই ভোটের ফলাফল প্রস্তুত করা।

তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা গোপন করা হচ্ছে। তাদের অত্যাচারে বিরোধী দলের নিশ্চিন্তে বেঁচে থাকার সুযোগ নেই।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর