১৩ জানুয়ারি, ২০২০ ১২:৪৮

এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি : ড. মোশাররফ

অনলাইন ডেস্ক

এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি : ড. মোশাররফ

এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, প্রথম থেকে দেখছি আমরা যে প্রত্যাশা করেছিলাম, জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হয়। কিন্তু এখন পর্যন্ত সরকার-প্রশাসন ও নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর শের-ই বাংলানগরে জিয়াউর রহমানের সমাধিতে ঢাকার দুই সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে সঙ্গে নিয়ে দলীয় নেতারা ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. মোশাররফ বলেন, আমরা আশা করি ঢাকাবাসী যাতে নিজের ভোট নিজে দিতে পারেন, নিজের হাতে দিতে পারেন, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। আর আমাদের দাবি জনগণ নিজের হাতে ব্যালটের মাধ্যমে এ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। আমরা ইভিএম মানি না, তাই ইভিএম বাতিল করে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করার জন্য নির্বাচন কমিশনকে আহবান জানাচ্ছি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর