১৪ জানুয়ারি, ২০২০ ১৫:০১

একতরফা নির্বাচনের মাঠ তৈরির চেষ্টা চলছে: ইসরাক

অনলাইন ডেস্ক

একতরফা নির্বাচনের মাঠ তৈরির চেষ্টা চলছে: ইসরাক

সংগৃহীত ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেনে (ডিএসসিসি) একতরফা নির্বাচনের মাঠ তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন  বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ত্রিমোহনী বাজারে নির্বাচনী প্রচারকালে এ অভিযোগ করেন বিএনপির দক্ষিণের মেয়র প্রার্থী। 

সিটি নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে দক্ষিণের এ মেয়রপ্রার্থী বলেন, নির্বাচনে ভোটে কারচুপির পরিকল্পনা চলছে। ভোট ডাকাতির ফিল্ম তৈরি হচ্ছে। নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে।

তিনি আরও বলেন, পোস্টার লাগাতে গেলে বাধা দেয়া হচ্ছে। লাগানো পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। দলের কাউন্সিলর প্রার্থীদের পোস্টারও ছিঁড়ে ফেলা হচ্ছে। বাধা দিতে গেলে বিএনপির কর্মীদের পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে।

ইশরাক হোসেন বলেন, ৩০ জানুয়ারি যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আমি প্রতিজ্ঞা করতে চাই-আপনাদের অধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাব। সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকব। পিছিয়ে পড়া এসব এলাকার উন্নয়নে যা যা করা দরকার, আমি আমার রক্ত-ঘাম দিয়ে তাই করব।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর