১৫ জানুয়ারি, ২০২০ ১৮:১১

ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে: ইশরাক

অনলাইন ডেস্ক

ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে: ইশরাক

ঢাকা দক্ষিণ সিটির অনেক জায়গায় ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 

বুধবার দুপুরে ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নির্বাচনী প্রচারণা শুরুর আগে তিনি সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। 

ইশরাক হোসেন বলেন, সন্ত্রাসীরা অনেক জায়গায় ধানের শীষের পোস্টার লাগাতে বাধা দিচ্ছে। বিভিন্ন স্থানে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনে আমরা প্রতিদিনই অভিযোগ করছি। কিন্তু কমিশনের দিক থেকে কোনো উদ্যোগ দেখছি না। এটা লেভেল প্লেয়িং-এর নমুনা হতে পারে না।

পোস্টার লাগাতে বাধা দেওয়ার পাশাপাশি কর্মীদের মারধর ও পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

অন্যদিকে, আওয়ামী লীগের কোনো প্রার্থীই নির্বাচনী আচরণ বিধি মানছেন না বলে অভিযোগ করেন তিনি।  

বিএনপিপ্রার্থী ইশরাক হোসেন নির্বাচনী প্রচারণার ষষ্ঠদিন বুধবার ধানমন্ডি ১৪ নং সড়কে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে বেলা একটায় নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে ধানমন্ডি ১৫ নম্বর ঝিগাতলা হয়ে হাজারীবাগ, রায়েরবাজার এলাকায় গণসংযোগ করেন বিএনপিপ্রার্থী ইশরাক। 

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, অ্যাডভোকেট শিমুল বিশ্বাস, সুলতান সালাহ উদ্দিন টুকু, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপাতি ফজলুর রহমান খোকনসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর