১৫ জানুয়ারি, ২০২০ ২২:৩০

গণসংযোগ থেকে বিএনপি নেতা মীর নেওয়াজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

গণসংযোগ থেকে বিএনপি নেতা মীর নেওয়াজ গ্রেফতার

মীর নেওয়াজ আলী

গণসংযোগ থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় লালবাগ এলাকায় ধানের শীষের প্রচারণার সময় তাকে গ্রেফতার করা হয়। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা কলেজের সাবেক ভিপি নেওয়াজ আলী। সারাদিন রাজধানীর বিভিন্ন এলাকায় মেয়র প্রার্থীর সঙ্গে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন তিনি। 

নির্বাচনী প্রচারণার বহর লালবাগ এলাকায় গেলে এক পর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে লালবাগ কেল্লার গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। নেওয়াজ আলীর ভাই ও বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এ কথা জানান। 

উল্লেখ্য, নেওয়াজ আলী ঢাকা দক্ষিণ সিটির ২৩নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মীর আশরাফ আলী আজমের ভাই।

এদিকে, মীর নেওয়াজ আলীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ইশরাক হোসেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর