১ ফেব্রুয়ারি, ২০২০ ০১:৩৬

পুরান ঢাকায় বিএনপির কাউন্সিলর প্রার্থীর কর্মীর ওপর হামলা

অনলাইন ডেস্ক

পুরান ঢাকায় বিএনপির কাউন্সিলর প্রার্থীর কর্মীর ওপর হামলা

প্রতীকী ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের ইসলামবাগ এলাকায় বিএনপির কাউন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম বাবুলের কর্মী নাজির হোসেনের ওপর হামলা চালানো হয়েছে। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে। 

একই ওয়ার্ডের আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বাবুলের ফুফাতো ভাই রুবেল হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রতিপক্ষের হামলায় নাজির পাশের ড্রেনে পড়ে গিয়ে গুরুতর আহত হয় এবং তার হাত কেটে যায়। এসময় তার দলীয় কর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

বিএনপি প্রার্থী বাবুল গণমাধ্যমকে বলেন, নাজির হোসেনকে ওয়ার্ডের আইডিয়াল স্কুল ও কলেজ ভোট কেন্দ্রে আমার এজেন্ট করার কথা হয়েছিল।

রাত ৮টায় ওয়ার্ডের ইসলামবাগে হাজী বাবুল রোডে স্থানীয় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম বাবুলের ফুফাতো ভাই রুবেল তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ইসলাম বাগে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় নাজির রাস্তার পাশে ড্রেনে পড়ে হাত কেটে আহত হয়। আমরা বিষয়টি দেখছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর