১ ফেব্রুয়ারি, ২০২০ ০৮:০৮
ঢাকা সিটি নির্বাচন

বিএনপির প্রার্থী ও পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রার্থী ও পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আজ শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৭টা ৪০ মিনিটের দিকে রাজধানীর উত্তর সিটিতে নওয়াব হাবিবুল্লাহ কলেজ কেন্দ্রে বিএনপির এক প্রার্থী এবং তার পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ওই কেন্দ্রেই আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের ভোট দেয়ার কথা রয়েছে। 

ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান নামের ঠেলাগাড়ি মার্কার ওই প্রার্থী অভিযোগ করেন, ভোটকেন্দ্রে প্রবেশের সাথে সাথে ৭/৮ লোক তাদের এলোপাথাড়ি মারধর শুরু করে। পেটে ঘুষি ও লাথি মারা হয়। তাদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হয়। 

ওই ওয়ার্ডে মোস্তাফিজুর রহমানের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আফসার উদ্দিন খান।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর