১ ফেব্রুয়ারি, ২০২০ ০৮:২০

ভোটের অধিকার যাতে ছিনিয়ে নিতে না পারে সে জন্যই ইভিএম

নিজস্ব প্রতিবেদক

ভোটের অধিকার যাতে ছিনিয়ে নিতে না পারে সে জন্যই ইভিএম

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পরপরই তিনি ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন। এরপর তিনি বলেন, আমি ইভিএমে ভোট দিয়েছি। ভোটের অধিকার যাতে ছিনিয়ে নিতে না পারে সে জন্যই ইভিএমে ভোটের ব্যবস্থা করা হয়েছে।

প্রধানমন্ত্রী ঢাকার দুই সিটিতে আওয়ামী লীগ প্রার্থীরাই বিজয়ী হবে বলে আশাপ্রকাশ করেন। তিনি বলেছেন, আমি নৌকা মার্কায় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে ভোট দিলাম। উত্তরে আমাদের প্রার্থী আতিকুল ইসলাম। আশা করি দুই প্রার্থীই বিজয়ী হবে। আমি ঢাকাবাসীকে বলবো আপনারা নৌকা মার্কায় ভোট দিন। যোগ্য প্রার্থীকে বিজয়ী করুন।

এসময় প্রধানমন্ত্রীর পাশে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের শেয়র প্রার্থী ফজলে নূর তাপস। ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে লড়ছেন আতিকুল ইসলাম।

প্রধানমন্ত্রী বলেন, যারা ইভিএম নিয়ে প্রশ্ন তুলে তাদের জনগণের ওপর আস্থা নেই। তারা বিশ্বাস করে ১০টি হোন্ডা, ২০জন গুণ্ডাতে নির্বাচন ঠাণ্ডা করায়। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর