১ ফেব্রুয়ারি, ২০২০ ০৯:০০

ঢাকাবাসী আমাকে নিরাশ করবে না: তাপস

অনলাইন প্রতিবেদক

ঢাকাবাসী আমাকে নিরাশ করবে না: তাপস

শেখ ফজলে নূর তাপস

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে শনিবার সকাল ৮টায়।

নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ঢাকা দক্ষিণ সিটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

ভোট প্রদান শেষে গণমাধ্যমকর্মীদের কাছে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন শেখ তাপস।

তিনি বলেন, আমি আশাবাদী ঢাকাবাসী আমাকে নিরাশ করবে না।

এ সময় তিনি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট প্রদান প্রকিয়া নিয়ে বলেন, এটি খুবই সহজ একটি পদ্ধতি। প্রতীক ও প্রার্থীর নাম দেওয়া আছে। খুব সহজে নিজের ভোট দেওয়া যায়। 

তিনি আরও বলেন, আমিও প্রথমবারের মতো ইভিএমে ভোট দিলাম। ভোট প্রয়োগ হয়েছে সেটা নিশ্চিত হয়েছে। আশা করি ঢাকাবাসীও এই প্রক্রিয়াকে সাদরেই গ্রহণ করবে  এবং উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে রায় দেবে।

কেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্টদের অনুস্পস্থিতির বিষয়ে তিনি বলেন, সাংগঠনিক দুর্বলতার কারণে তারা এজেন্ট দিতে পারেনি।  অথচ এখন দোষ চাপাচ্ছে আমাদের ওপর।

বিদেশি কূটনীতিকদের কাছে বিএনপি প্রার্থীর নালিশ প্রসঙ্গে তিনি বলেন, তারা তো গণসংযোগের সময়ও নালিশ নিয়ে ব্যস্ত ছিল। এখনও তারা নালিশ নিয়েই ব্যস্ত। আর আমরা ব্যস্ত আছি গণসংযোগ নিয়ে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর