১ ফেব্রুয়ারি, ২০২০ ০৯:১৬

ভোট শুরু হলেও ভোটারের উপস্থিতি খুবই কম

অনলাইন প্রতিবেদক

ভোট শুরু হলেও ভোটারের উপস্থিতি খুবই কম

উৎসব, শঙ্কা ও উত্তেজনার মধ্যে আজ ঢাকার দুই সিটি- উত্তর ও দক্ষিণে মেয়র ও কাউন্সিলর নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোটারের উপস্থিতি খুবই কম। 

রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখা গেছে এক ঘণ্টায় ভোট দিয়েছেন মাত্র ৪-৫ জন। দক্ষিণের ৫০ নং ওয়ার্ডের ফুলকুড়ি উচ্চ বিদ্যালয়ে বুথে গিয়ে দেখা যায় ভোটারের অপেক্ষার রয়েছেন প্রিজাইডিং অফিসাররা। বাইরে দাঁড়িয়ে আছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একই চিত্র দেখা গেছে ৫১নং ওয়ার্ডের হলি চাইল্ড কিন্ডার গার্টেন স্কুলে। সেখানে একটি বুথে সকাল ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১ ঘণ্টায় মাত্র চারজন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

তবে অনেকে বলছেন শীতের সকাল হওয়ার ভোটার উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়বে। এছাড়া রাজধানীর কোনো কোনো ভোট কেন্দ্রে ভোটারের ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে।  


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর