১ ফেব্রুয়ারি, ২০২০ ১১:২৬

সিটি নির্বাচনের ফলাফল বিকেল সাড়ে ৪টায়

অনলাইন ডেস্ক

সিটি নির্বাচনের ফলাফল বিকেল সাড়ে ৪টায়

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে আজ শনিবার সকাল ৮টায় এবং শেষ হবে বিকেল ৪টায়। প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হওয়ার পর আনুষাঙ্গিক প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৪টার মধ্যেই ভোটের ফলাফল ঘোষণা করা শুরু হবে।

নির্দিষ্ট সময় শেষেও কেন্দ্রে ভোটার অপেক্ষমান থাকলে তাদের ভোটগ্রহণ করা হবে। এরপর ফলাফল ঘোষণার পদক্ষেপ নেয়া হবে। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ইভিএম একসঙ্গে করার পর ফল ঘোষণা শুরু হবে।

ঢাকা উত্তর ও দক্ষিণে মোট ভোটার ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস, আতিকুল ইসলামের সাথে বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আওয়ালের সাথে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর