১ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:০৮

সিটি করপোরেশন নির্বাচনে সংঘর্ষে আহত ১২

অনলাইন ডেস্ক

সিটি করপোরেশন নির্বাচনে সংঘর্ষে আহত ১২

প্রতীকী ছবি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন এলাকায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত থেকে এসব ঘটনায় আহত হয়েছেন ১২ জন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে

মনিরা চৌধুরী (৪০), আতিকুর রহমান (৪৯), মাসুম চৌধুরী (৩৫), রাসেল (৩৫), সাখাওয়াত হোসেন খোকন (৪৫), আ. মালেক (৬২), আতিক (৩৫), নাসির উদ্দিনে (৩৩), খলিলুর রহমান (৩২), রনি (১৭) ও শিপন (১৯), সুমন (২৮)।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আহতরা হাসপাতালে আসেন। তাদের বেশিরভাগ ইটপাটকেলের আঘাতে আহত হন। এছাড়া দুইজন ছুরিকাঘাতে আহত রয়েছেন। আর আহত ২/৩ জন হাসপাতালে ভর্তিও রয়েছেন।

 


বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর