১ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:১৮

সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম

নিজস্ব প্রতিবেদক

সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ শনিবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ যা শেষ হবে বিকেল ৪টায়। ভোটগ্রহণের শুরু থেকেই ভোটার উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়লেও তা আশাব্যাঞ্জক নয়।

রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে ভোটার উপস্থিতি খুবই কম। খিলগাঁও মডেল স্কুলে ২৪০০ ভোটারের মধ্যে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৮৯টি। রামপুরা, খিলগাঁও, শাহজাহানপুর এলাকার বিভিন্ন কেন্দ্রে দুপুর দেড়টার পর কোথাও ভোটারের সারি চোখে পড়েনি। একটি কেন্দ্রে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ১১টি।

রাজধানীর যাত্রাবাড়ি এলাকার অধিকাংশ কেন্দ্রেও ভোটার উপস্থিতি খুবই কম। কোথাও ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়নি।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর