১ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:০৮

জাফরুল্লাহ চৌধুরীর আঙুলের ছাপও মেলেনি!

অনলাইন ডেস্ক

জাফরুল্লাহ চৌধুরীর আঙুলের ছাপও মেলেনি!

ফাইল ছবি

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে গিয়ে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আঙুলের ছাপ মেলেনি জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর। 

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দিতে গিয়ে বিড়ম্বনার শিকার হন জাফরুল্লাহ চৌধুরী। পরে দায়িত্বরত নির্বাচনী কর্মকর্তা নিজ ক্ষমতাবলে জাফরুল্লাহ চৌধুরীর ভোট দেওয়ার ব্যবস্থা করেন। 

ভোটদান শেষে জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ইভিএম আমাকে আইডেন্টিফাই (চিহ্নিত) করতে পারলো না। আমার যখন আঙুলের ছাপ মিললো না, তখন আমার ভোট আরেকজন দিয়ে দিতে পারে। আমার নাম যে শিটে ছিল, সেখানে আরও ২৮ জনের নাম ছিল। আমিসহ ওই শিটের ৪ জন ভোট দিয়েছে। আমার আঙুলের ছাপ না মেলায় নির্বাচনী কর্মকর্তারা আমাকে ভোট দেওয়ার জন্য ইভিএম অন করে দিল। সুতরাং যারা ভোট দিতে আসবে না তাদের ভোটতো অন্য কেউ দিয়ে দিতে পারে। ইভিএম মেশিনের আরও আধুনিকায়ন করা দরকার। 

এর আগে ​রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে গিয়ে ইভিএম মেশিনে আঙুলের ছাপ মেলেনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদারও। পরে তিনি জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ভোট দেন।  

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর