১ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:৪৮

কেন্দ্র থেকে বের করে দেওয়া হলো তিন সাংবাদিককে

অনলাইন ডেস্ক

কেন্দ্র থেকে বের করে দেওয়া হলো তিন সাংবাদিককে

ঢাকা দক্ষিণ সিটির মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র  থেকে তিন সাংবাদিককে বের করে দিয়েছে নৌকার কর্মীরা। শনিবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার শামছুল ইসলাম, ইনকিলাবের স্টাফ রিপোর্টার ফারুক হোসেন ও জাহিদুল ইসলামকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। 
সাংবাদিক হিসেবে নির্বাচন কমিশন থেকে দেওয়া তাদের পরিচয়পত্র কেড়ে নিয়ে  মোবাইলের সব তথ্য নৌকার কর্মীরা মুছে ফেলেছে। 
সকাল ১১টায় ঢাকা দক্ষিণ সিটির মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায় বাইরে গেট লাগিয়ে কেন্দ্রের ভেতরে শত শত নৌকার সমর্থক অবস্থান করছে। এক পর্যায়ে ভোটকেন্দ্রে হট্টগোলের সৃষ্টি হলে মোবাইলে ভিডিও ধারণ করতে থাকেন তিন সাংবাদিক। এ সময় নৌকার সমর্থকরা তাদের গালিগালাজ করে মোবাইল কেড়ে নিয়ে সব তথ্য মুছে ফেলে। বিষয়টি দায়িত্বরত পুলিশ পরিদর্শক মাহবুব হোসেনের সামনে ঘটলেও তিনি নৌকার কর্মীদের নিবৃত না করে বরং সাংবাদিকরা কেন ভিডিও করলেন বলে প্রশ্ন করেন। কেন্দ্রে কোনো বিশৃঙ্খলার ভিডিও ধারণে নিষেধাজ্ঞা আছে কিনা এমন প্রশ্ন করলে তিনি সাংবাদিককে নিরাপদে দায়িত্ব পালনের পরামর্শ দেন।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর