১ ফেব্রুয়ারি, ২০২০ ২০:০৯

উত্তরে ১৩১৮ কেন্দ্রে আতিকুল ৪৪৭২১১ ভোট, তাবিথ ২৬৪১৬১

অনলাইন ডেস্ক

উত্তরে ১৩১৮ কেন্দ্রে আতিকুল ৪৪৭২১১ ভোট, তাবিথ ২৬৪১৬১

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে সবচেয়ে বড় পরিসরে ইলেক্টনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে দিনভর ভোটগ্রহণ শেষে এখন চলছে ফলাফল ঘোষণা। এরই মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) রিটার্নিং কর্মকর্তা ১৩১৮ কেন্দ্রের মধ্যে ১৩১৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন। ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে আতিকুল পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ এবং ধানের শীষ প্রতীকে তাবিথ আওয়াল ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

আজ শনিবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে শেরেবাংলা নগরের কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ডিএনসিসির ফলাফল ঘোষণা শুরু হয়।

এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। 

উত্তর সিটিতে মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। তাদের মধ্যে পুরুষ ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ এবং নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। এই সিটিতে মোট ভোটকেন্দ্র এক হাজার ৩১৮টি। সাধারণ ওয়ার্ড ৫৪টি এবং সংরক্ষিত ওয়ার্ড ১৮টি।

আতিকুল-তাবিথ ছাড়াও এই সিটিতে মেয়র পদে নির্বাচন করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি সমর্থিত প্রার্থী আহাম্মদ সাজেদুল হক রুবেল, ইসলামী আন্দোলনের শেখ ফজলে বারী মাসউদ, এনপিপির আনিসুর রহমান দেওয়ান ও পিডিপির শাহীন খান।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর