২৬ নভেম্বর, ২০১৬ ১২:১৬

ঊর্ধ্বমুখী শাঁস

দিদার মুহাম্মদ

ঊর্ধ্বমুখী শাঁস

প্রতীকী ছবি

স্রোতে ভাসার ক্ষমতা সবার থাকেনা
কেউ কেউ ঠাঁই দাঁড়িয়ে থাকে
স্রোতের প্রতিকূলে
প্রতিবাদ প্রতিরোধের ছলে
আমি তার নাম দিলাম ঊর্ধ্বমুখী শাঁস

মহীশুরের বুকে যে পাথর,
সেখানে বাল্মুরী জলপ্রপাৎ,
না, দুটি মহাসাগরের সঙ্গম নেই সেখানে
কিংবা মহাদেবপুরের সৌন্দর্য বাড়িয়েছে দ্বিগুণ
আমি তার বুকে দেখেছি আগুন
শীতল কিংবা প্রতিবাদের দিনগুলোতে উত্তপ্ত
কবিতার স্তবক ছুঁয়ে দেখি
এ এক মহাকাব্যিক ব্যাখ্যা

কবি, তুমি বিস্তৃত হও আচ্ছন্ন সময়ে
যেমন তুমি এক ঊর্ধ্বমুখী শাঁস
জোয়ারের জলে ঊর্ধ্বমুখী প্রয়াস 

(উৎসর্গ: কবি মঈন মুনতাসীর)

লেখক: শিক্ষার্থী, মাস্টার্স অব পারফরমিং আর্টস, বেঙ্গালুর বিশ্ববিদ্যালয়, ভারত।


বিডি প্রতিদিন/২৬ নভেম্বর ২০১৬/হিমেল

সর্বশেষ খবর