৭ ডিসেম্বর, ২০১৬ ১৪:০০

রক্তে বোনা বিজয় বীজ

এইচ এম শহীদুল ইসলাম মামুন

রক্তে বোনা বিজয় বীজ

বিজয়েরই বীজ বুনেছি আমার এই বুকে
বুকের রক্ত ঢেলে দেব, দেশেরই সুখে

দেশের জন্য জেলে যাব, দিব আমি প্রাণ
দেশের জন্য রক্ত দিয়ে, জুড়াব পরাণ। 

এদেশেরই জন্য আমার মায়ের, ছিল কতটান
ইজ্জত সম্মান বিলীন করে বাঁচালেন, যে দেশের মান।

পাক সেনারা পুড়িয়ে দিয়েছে, শত হাজার বাড়ী
আমার মায়ের ইজ্জত কেড়ে, করেছে কতো মানহানি।

বন্দিশালায় দিন কাটিয়ে, কেঁদেছি কতো জানি 
তবু এদেশ দিব না হতে, পাক সেনাদের আমি 

দীর্ঘ নয় মাস যুদ্ধ করে, পাক সেনাদের সাথে
বিজয় আমি এনেছি যে, রক্তের প্রতিদানে।

লেখক: শিক্ষার্থী, দারুল উলুম আল হোছাইনিয়া ওলামা বাজার মাদ্রাসা, সোনাগাজী, ফেনী ।

 

বিডি প্রতিদিন/৭ ডিসেম্বর ২০১৬/হিমেল

সর্বশেষ খবর