৬ মার্চ, ২০২২ ১২:৪৩

সাতমাথা

মাহমুদ হাসান

সাতমাথা

মাহমুদ হাসান

সাতমাথা, তোমার সাথে প্রথম দেখার দিন খুব বৃষ্টি হয়
তুমি আমাকে জড়িয়ে ধরে চুমো দিতে দিতে বলো,
গোপালের রাজভোগ খেয়ে যেও।
বৃষ্টির লুটোপুটির ভেতর তোমাকে ছাড়া আর কিছুই দেখি না
তুমি নষ্ট রাজনীতি দেখো, ভ্রষ্ট মানুষ দেখো হাসির নিচে কান্না।

সাতমাথা, উদাস মেঘের আদরে মুখ ঘষে কি করে তুমি
সোনালি বেদনায় নিমগ্ন হও ভরসন্ধ্যায় আজও রহস্যময় !
যখন নিশুতি রাতে জ্যোৎস্নায় স্নান করে ভেজা চুলে
নক্ষত্রের চিরুনি বুলাও আমি হা করে তোমাকে দেখি
যেন কিশোরীর কাজলছোঁয়া চোখের নিচে গোলাপরাঙা ঠোঁট
তার শ্যামলছায়া মুখ।

সাতমাথা, তুমি আমার শাদাশার্ট, আমার রঙিন অ্যালবাম
তুমি আমার আত্মপ্রকাশ।
শিউলি সকালে নরম রোদ হামাগুড়ি দিলে
তোমার পায়ে আছড়ে পড়ে সাগরের নীল নোনাজল;
দখিন হওয়ায় দুলে উঠলে বৃক্ষরাজি বুকের ভেতর
নূপুর বাজে, বাঁশিতে ফুঁ তোলে প্রজাপতি
স্বপ্নের ছায়া আঁকে পূর্ণিমা।

সাতমাথা, চারপাশে মানুষের ধুলোময় কোলাহলে তুমি
চাঁদের মতো নিঃসঙ্গ, মুক ও বধির
মানুষ জানে না, তোমার সাথে কথা বলে বৃক্ষ ও পাখি
শীর্ণ করতোয়া পার হয়ে আসা বুভুক্ষু চিল মেলে ধরে
রৌদ্রময় নীল আকাশ, জলভরা দীঘি হয়ে যাও তুমি।

সাতমাথা, তুমি লজ্জা পাও যখন ভ্রষ্টরা
নষ্ট করে নান্দনিক ভালবাসা;
সবাই ঘুমিয়ে গেলে পাশ ফিরে শুয়ে কাঁদো তুমি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর