১০ অক্টোবর, ২০২৩ ১৮:১৫

দোষ কার?

উজ্জ্বল হোসেন

দোষ কার?

মেজ বলেন, শোনেন মশাই
দোষ করেছে সেজ
মশাই বলেন, তোদের ব্যামার
শেষ হলো না আজও...
মেজ ছিল আজাড়ে
সেজ ছিল বাজারে
মশাই টানেন গাঁজারে...
ছোট'র ঘুম না ছাড়ে।
বড় জনের শিরায় টান
ভাবি বলেন, ডেকে আন
যেতে হবে ক্ষেতে
তরমুজ আনতে।
বড় জনের জোরা জুরি
সারা দিন ঘোরাঘুরি
ঢপ নাই আছে সাজ
কাজ নাই খৈ ভাজ।
মেজ, সেজ, ছোট, বড়
এরা চার ভাই
কার ঘাড়ে দোষ দিবে
কাজ একটাই।

মশাই ভাবেন, আর করেন পায়চারি চরম ক্ষুধায়ও দৃশ্যমান শূন্যহাড়ি
রোজকার মত তার বুকে হাহাকার এই সব অনাচারে দোষ কার?

 

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর