১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ২২:১৯

বায়ান্নর সেই একুশের কথা

আবদুর রহমান খান

বায়ান্নর সেই একুশের কথা

আবদুর রহমান খান

ছিলে বায়ান্নে এসেছি একাত্তরে তুমি নেই তবু দুজনে
সেদিন আমরা হেঁটেছি খুব কাছাকাছি চেনা জানা নেই
অনাবৃষ্টিতে তুমি ভিজে একাকার বেড়েছে হৃদকম্পন
আমি অবাক তাকিয়েই ছিলাম ক্যাম্পাস আজ মুখরিত
বায়ান্নর কথা বলছি সেই একুশের কথাই বলছি

সরকার কঠোর ভীত নই আমি শুধু লাজে মরে যাই
কণ্ঠে সবার বলিষ্ঠ উচ্চারণ রাষ্ট্রভাষা বাংলা চাই
উত্তাল ঢাকার রাজপথ স্কুল-বিশ্ববিদ্যালয় অঙ্গন
ভাইয়ের রক্তে ভিজেছে পিচঢালা পথ মাড়াই কেমনে
বায়ান্নর কথা বলছি সেই একুশের কথাই বলছি

জীবন বাজি রেখেছি আজ একটা দাবি একটাই কাজ
চলছে হৃদয়ে রক্তক্ষরণ হয় যদি আজ সহমরণ
কষ্টের মৃত্যু আমি চাইনি হোক বিজয়ের মহামিলন
তব পানে চেয়ে উল্লাসে মেতেছি আমি দেখেছি বার বার
বায়ান্নর কথা বলছি সেই একুশের কথাই বলছি

ফিরে দেখি তুমি নেই চলছে হাহাকার হয়েছি উন্মাদ
কথা হয়নি দেখেছি স্বপন তারা কুৎসিত কদাকার
জীবনে সুজন এসেছে দেখা হয়নি বসন্ত দুজনার
সালাম বরকত জব্বার রফিক আর শফিউর নেই
আজও সেই স্মৃতি অম্লান মনের গহীনে করুন সুর
বাংলা ভাষা এখন বিশ্ব স্বীকৃত তোমরা রয়েছো দূর


আবদুর রহমান খান
সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য
ঢাকা সাব-এডিটরস কাউন্সিল।

সর্বশেষ খবর