৫ অক্টোবর, ২০১৭ ১৩:২৩

সব রোহিঙ্গাকে কুতুপালং ক্যাম্পে রাখা হবে : মায়া

অনলাইন ডেস্ক

সব রোহিঙ্গাকে কুতুপালং ক্যাম্পে রাখা হবে : মায়া

দমন-পীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া সব রোহিঙ্গাদের কুতুপালং ক্যাম্পে হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। 

বৃহস্পতিবার সচিবালয়ে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “কুতুপালং ক্যাম্পের বাইরে যেসব ক্যাম্পে রোহিঙ্গারা থাকছেন ক্রমান্বয়ে তা গুটিয়ে একই ক্যাম্পে সবাইকে রাখা হবে। সবাইকে কুতুপালং ক্যাম্পে রাখার সিদ্ধান্ত হয়েছে।''

তিনি আরও বলেন, ক্যাম্পের ভেতরে নিরাপত্তা, শৃঙ্খলা, খাদ্য সরবরাহ, স্যানিটেশন, রেজিস্ট্রেশন ও চিকিৎসা দেয়াসহ সব কাজ সুচারুভাবে করার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, মিয়ানমারে সর্বশেষ সহিংসতার পর গত ২৫ অগাস্ট থেকে ৪ অক্টোবর পর্যন্ত পাঁচ লাখের বেশি রোহ্ঙ্গিা বাংলাদেশে প্রবেশ করেছে। এর মধ্যে ৬১ হাজার শরণার্থীর বায়োমেট্রিক নিবন্ধন হয়েছে।

বিডি-প্রতিদিন/০৫ অক্টোবর, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর