শিরোনাম
৮ অক্টোবর, ২০১৭ ১৯:৫৫

৫০ হাজারের বেশি রোহিঙ্গা নারী গর্ভবতী ও স্তন্যদাত্রী

অনলাইন ডেস্ক

৫০ হাজারের বেশি রোহিঙ্গা নারী গর্ভবতী ও স্তন্যদাত্রী

মিয়ানমারের রাখাইন রাজ্যে অব্যাহত সহিংসতার জেরে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় ৫ লাখ রোহিঙ্গাদের মধ্যে ৫০ হাজারের বেশি রোহিঙ্গা নারী গর্ভবতী ও স্তন্যদাত্রী। 

যুক্তরাজ্যভিত্তিক চ্যারেটি সংস্থা ডিজাস্টারস ইমার্জেন্সি কমিটির (ডিইসি) বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ অনলাইন পোর্টাল দ্য ইন্ডিপেন্ডেন্ট।

খবরে বলা হয়, গর্ভবতী ও স্তন্যদাত্রী এসব রোহিঙ্গা নারীর জরুরি ভিত্তিতে স্বাস্থ্যকর খাদ্য প্রয়োজন। 

এছাড়া বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গাদের মধ্যে এক লাখ ৪৫ হাজার শিশু রয়েছে, যারা তীব্র অপুষ্টিহীনতায় ভুগছে বলেও ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিডি-প্রতিদিন/০৮ অক্টোবর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর