শিরোনাম
১৩ অক্টোবর, ২০১৭ ১০:১৫

সাহায্য দেয়ার বিষয়ে রোহিঙ্গাদের নাম বলেননি সু চি

অনলাইন ডেস্ক

সাহায্য দেয়ার বিষয়ে রোহিঙ্গাদের নাম বলেননি সু চি

দাঙ্গাপীড়িত রাখাইনে সব জনগোষ্ঠীকে মানবিক ত্রাণ পৌঁছে দিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। বৃহস্পতিবার দেয়া ভাষণে তিনি বিভিন্ন জনগোষ্ঠীর নামও উচ্চারণ করেছেন। কিন্তু একবারও রোহিঙ্গাদের নাম মুখে নেননি।

গত ২৫ আগস্ট রাখাইনে সেনাবাহিনীর অভিযান শুরুর পর পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রাখাইনের সংখ্যালঘু এই জনগোষ্ঠীকে দেশের সংখ্যালঘু হিসেবেই মানতে চায় না মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধরা। তাদের দাবি, এরা অবৈধভাবে পালিয়ে এসে মিয়ানমারে আশ্রয় নিয়েছে। সূত্র: সিবিসি

বিডি প্রতিদিন/১৩ অক্টোবর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর